• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা  

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৮:১৬
শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করে সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা  
ছবি: সংগৃহীত

ছয় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন শেষে সায়েন্সল্যাব মোড় ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেইসঙ্গে আগামী শনিবার পর্যন্ত নিজেদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনরতরা।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এর আগে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন।

অবরোধ কর্মসূচির কারণে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

এ অবস্থায় রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যেতে অনুরোধ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এক বিবৃতিতে তিনি বলেন, রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আল্টিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই।

আরটিভি/এসএইচএমি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নিয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মতবিরোধ-হট্টগোল
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা
বৈষম্যহীনভাবে যোগ্যরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত হবে: রাষ্ট্রপতি